পুলিশ অত্যাধিকহারে ফাইন করছে যেটা নিয়মবহির্ভূত যার জন্য গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে , গত মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকে মহিলা বিশ্ব বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখে থাকে ছোটোহাতি চালক সহ গাড়ির মালিকেরা। তাদের দাবি যে পুলিশ অত্যাধিকহারে ফাইন করছে যেটা নিয়মবহির্ভূত এবং এতো পরিমানে ফাইন করছেন যেটা দেয়ার মতো সামর্থ তাদের নেই।
এই ঘটনা শুনে ডায়মন্ড হারবারের পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের বোঝান , তারপর বিক্ষোভ কারীরা শান্ত হয় এবং পথ অবরোধ ছেড়ে দেন।

তাদের বক্তব্য হলো যে রাস্তায় কিছু গাড়ি চলছে যেই গাড়ির কোনো লাইসেন্স নেই কিন্তু আমাদের গাড়ির যথেষ্ট লাইসেন্স বুলুবুক থাকার সত্বেও আমাদের যে লিমিট ৭৫০ টন তার মধ্যেই লোড নিতে বলছে কিন্তু এই লোডে গাড়ি চালালে আমাদের কেও গাড়ি দেবেনা এই কথা তারা বলেন।

পুলিশ অত্যাধিকহারে ফাইন করছে ,অভিযোগ পুলিশের বিরুধ্যে।

তারা এমন ভাবে ফাইন করছেন তা দেওয়ার মতো সামর্থ আমাদের নেই, একটি গাড়ি কমকরে ২বার মাসে ধরা পড়ছে ,আর যখনি ধরছেন তখন ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা অবধি ফাইন করছেন যা দেয়ার সাধ্য মতো না।
এই কারণে কিছু গাড়ির মালিক গাড়ির চালানো বন্ধ করে দিয়েছে এবং গাড়ির কিস্তি সঠিক মতো দিতে না পারাই গাড়ির লোন কোম্পানি গাড়ি তুলে নিয়ে গেছে সেই কারণে লজ্জায় অনেক মালিক সুইসাইড পর্যন্ত করেছেন এই কথাও তারা বললেন।

দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন ,ফ্রিতে আমরা ডাক্তার দেখিয়ে দেব ,বর্ধমানে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

নির্বাচনী বৈঠকে দিলীপ ঘোষ

NEWS COLLECTED FROM (Public News app -Breaking News)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *