Site icon banglajago.com

বাজারে প্রচার করলেন সিপিএম প্রার্থী নিরব খান

বাজারে প্রচার করলেন সিপিএম প্রার্থী নিরব খান

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে ময়নারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল তেমনি শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনার চক বাজারে প্রবেশের চাষীদের দুর্দশার কথা তুলে ধরলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী নিরবখান প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা-বিক্রেতা সকলের সাথে কথা বলেন বাম প্রার্থী, ভিড় না থাকার কারণ সব মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি, একই সাথে তিনি বলেন গত 13 বছর আগে মানুষের হাতে পয়সা ছিল সরকারের আমলে এই সরকারের আমলে তার নেই সেই কারণে বাজার ফাঁকা।

কালনা চকবাজারে এখানের মধ্যে এই সরকার চাউলের ব্যবসা হাল আরো খারাপ হবে, এক্ষুনি কথা হচ্ছে একজন মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে পড়ে মানুষ বামফ্রন্টের চাইছিল বাজারে দোকানদারদের সাথে কথা বলে কী বুঝলে যথেষ্ট নয় ক্ষমতার প্রতি ছিল তাঁর ফলের দোকানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে মাল কিনতে হতো কিন্তু আজকের এই অবস্থার পরিবর্তন ঘটেছে দোকানে কোন প্রতিযোগিতার দাম পাচ্ছে না।

কৃষকদের কাছে জিনিসের দাম কমে যাচ্ছে তাদের কাছে আপনারা কি প্রশ্ন নিয়ে যাবেন কি কি নিয়ে ঘুরে দেখলাম সেটা হচ্ছে তাদের দাম্পত্য আমরা বলেছি তাদেরকে আপনাদের যে ফসলের ন্যায্যমূল্য বাজারের দাম কমানোর বিষয়টি আমরা তুলে ধরব পাশাপাশি 100 দিনের কাজের 200 দিন করতে হবে এটা আমাদের বামপন্থীদের একটা বড় দাবি, এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে।

Exit mobile version