Site icon banglajago.com

কয়লা খাদানে চাপা পরে মৃত্যু হলো এক ব্যাক্তির

কয়লা খাদানে চাপা পরে মৃত্যু হলো এক ব্যাক্তির

বাঁকুড়ার বড়জোড়া গ্রামের নট ব্লক কলিহারী তে এক ব্যক্তির কয়লা কাটতে গিয়ে সেই ধসে চাপা পরে মৃত্যু হলো এক ব্যক্তির , ঘটনায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয় সূত্রে পাওয়া গেছে বাঁকুড়ার বড়জোড়া গ্রামের নোট ব্লক এলাকায় এই খনিতে কয়লা উত্তোলনের কাজ করতেন তিনি রাজ্যসরকারে পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পনিতে।

সেই খনি এক অংশে কয়লা শেষ হয়ে যাওয়ায় ওই অংশ পরিত্যক্ত খাদের আকারে পরে রয়েছে , সেখানে পরে থাকা কিছু কয়লা সংগ্রহ করতে প্রতিদিনই নামেন গ্রামের অনেক মানুষই। অন্যান্য দিনের মতোই এদিন কয়লা সংগ্রহ করতে নেমেছিল বাঁকুড়ার বছর ৩৬ এর যুবক কার্তিক বাউরি , এমন সময় সেই দূর ঘটনা ঘটে যাই। স্থানীয় মানুষেরা দ্রুত তাকে উদ্ধারের কাজ শুরু করে তার আগেই মৃত্যু হয়ে যায় কার্তিক বাউড়ির।এর আগেও একবার এই ঘটনা ঘটেছিলো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।


এখানকার পঞ্চায়েত প্রধান গণেশ মন্ডল বলেন যে তারা অবৈধ্য ভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই কয়লা খনি থেকে থেকে কয়লা কেটে কেটে নিয়ে যাই, অনেক সময় পুলিশ তাদের ধরার চেষ্টা করলেও তারা পালিয়ে যেতে। তাদেরকে অনেকবার সতর্ক বার্তা দেয়ার সত্ত্বেও তারা শোনেনি ,তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে।তার জন্যই  কয়লা খাদানে চাপা পরে মৃত্যু হলো ঐ  ব্যাক্তির।

Exit mobile version