Site icon banglajago.com

দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন ,ফ্রিতে আমরা ডাক্তার দেখিয়ে দেব ,বর্ধমানে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

কিছুদিন আগে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জী কে নিয়ে যে কটাক্ষ করেছিলেন তারই প্রতিবাদে বর্ধমান দুর্গপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ,তার চিকিৎসার দরকার আছে, এমনকি এটাও বলেন যে আমরা ফ্রিতে চিকিৎসা করিয়ে দেব।

তিনি আরো বলেন যে তার যে মানসিকতা সেটা আরএসএস এর মানসিকতা যে কখনোই নারীকে সম্মান করতে জানেনা। মমতা দিদি একজন মহিলা আর তিনিকে মহিলাকে সম্মান করতে জানেননা , বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন যে তিনিতো বিয়েই করেননি তাহলে মেয়েদের সম্মান জানবেন কি করে , আমরা যদি কোনো মেয়ে অসম্মান করি তাহলে আমাদের ঘরের স্ত্রী আমাদের ববারণ করবে।

বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ আরও বলেন যে যখনি কোনো নাম নেন তার আগে দেবীর নাম থাকে , যেমন শঙ্করের আগে গৌরী দিয়ে গৌরী শঙ্কর ,লক্ষ্মী নারায়ন ,রাধা কৃষ্ণ , কিন্তু এরা শ্রী রাম করছেন এখানে তো সীতারাম থাকার কথা ছিলো , আর সব চেয়ে বরো ত্যাগ যদি থাকে তাহলে সীতা মায়ের ছিল। আজ এরা সীতা মায়ের নাম নেইনা ,দূর্গা মাকে গালি দেয়,মমতা দিদিকে গালি দেই।

দিলীপ ঘোষে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কোনো বিজিপির কর্মী ওনাকে ডাক্তার দেখান নাহলে আমরা ওর চিকিৎসা করতে রাজি আছি এই কথা বলেন।

পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে

আরো ৫ টি ব্যাংককে জরিমানা করল RBI, যারা টাকা রেখেছে তারা কী করবে?

পুলিশ অত্যাধিকহারে ফাইন করছে ,অভিযোগ পুলিশের বিরুধ্যে।

Exit mobile version