ভোটাররা ইচ্ছামতো তাদের আধার জমা দিতে পারেন। আধার সংক্রান্ত মিথ্যা দাবির জবাবে একথা জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, ভোটার তালিকায় যাদের নাম আছে তারা চাইলে আধার লিঙ্ক করতে পারেন। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের জন্য এই বিকল্পটি ফর্ম 6-এ রাখা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশোধনী আইন 2021-এর উল্লেখ করেছে। সেই আইন অনুযায়ী আধার কার্ড লিঙ্ক করাকে ঐচ্ছিক ঘোষণা করা হয়েছে (ভোটার আধার লিঙ্কিং)। ভোটার তালিকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে কমিশন। বলা হচ্ছে আধার লিঙ্ক না হলে কোনো ক্ষতি হবে না। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেবে না নির্বাচন কমিশন।